কাঠেরচিরুনির টিপগুলো সাধারণত রাউন্ড হয়ে থাকে, হার্শহয় না। আমাদের স্ক্যাল্পেবেশ কিছু আকুপ্রেশার পয়েন্টআছে। যখনই আমরা কাঠেরচিরুনি দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজকরি তখন এই পয়েন্টগুলোতেপ্রেশার পড়ে এবং স্ক্যাল্পেরক্ত সঞ্চালন বেড়ে যায়।
চুলেরবৃদ্ধি নিশ্চিত করে
আমরাজেনেছি যে কাঠের চিরুনিস্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়।এতে হেয়ার ফলিকলগুলো স্টিমুলেট হয়। যখন স্ক্যাল্পপর্যাপ্ত ব্লাড সাপ্লাই পায় তখন স্বাভাবিকভাবেইসব ধরনের নিউট্রিয়েন্টের উপকারিতা পাওয়া যায়। আর পুষ্টিপেলে চুল তো দ্রুতবেড়ে উঠবেই।
গ্রিজিনেসকমায়
কাঠেরচিরুনির গঠনের জন্য এটি পুরোস্ক্যাল্পে সমানভাবে প্রেশার ডিস্ট্রিবিউট করে দেয়। ফলেসেবাম প্রডাকশন কন্ট্রোলে থাকে। সেবাম হলো আমাদের ত্বকেরসেবাসিয়াস গ্রন্থি থেকে নিঃসৃত একধরনের তেল। যেটাকে আমরান্যাচারাল অয়েল বলি। সমানপ্রেশার ও জেন্টল ম্যাসাজেরকারণে এই সেবাম শুধুস্ক্যাল্প নয় বরং চুলেরআগা পর্যন্ত খুব ভালোভাবে ডিস্ট্রিবিউশনহয়। এর জন্য স্ক্যাল্পেখুব বেশি গ্রিজিনেস ফিলহয় না।
চুলপড়া কমায়
কাঠেরচিরুনি যে নিউট্রাল আয়নেরহয় এটা তো আমরাশুরুতেই জেনেছি। তার সঙ্গে এরব্রিসলগুলোর মধ্যে বেশ ফাঁকা জায়গাথাকায় যখন চুল আঁচড়ানোহয়, তখন বেশ মসৃণভাবেচিরুনি চুলের মধ্য দিয়ে গ্লাইডকরে। ফলে ব্রেকেজ এরসুযোগ কমে যায় এবংব্রেকেজ কমলে স্বাভাবিকভাবেই চুলপড়ায় হার কমে যায়।
খুশকিকমায়
যখনআমরা প্লাস্টিক বা মেটালের চিরুনিব্যবহার করি, তখন স্ক্যাল্পেতুলনামূলক বেশি ফ্রিকশন হয়।এতে স্ক্যাল্পে ইরিটেশন হতে পারে। আরএই ইরিটেশন থেকে শুরু হতেপারে খুশকি। কিন্তু যখন কাঠের চিরুনিব্যবহার করা হয় তখনইরিটেশন অনেকটাই কমে আসে।